নগরীর পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে পরিচ্ছন্ন সুপারভাইজারদের সমন্বয় সভা অনুষ্ঠিত

0 ২৫১

নিজস্ব প্রতিবেদক: মহানগরীর পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে পরিচ্ছন্ন বিভাগের সকল সুপারভাইজারদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবন সরিৎ দত্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু জানান, রাজশাহী মহানগরীর পরিচ্ছন্ন পরিবেশের সুনাম দেশের সর্বত্র। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দায়িত্ব গ্রহণের পর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এ নগরীর পরিবেশের উন্নয়নের। তাঁর গতিশীল নেতৃত্বে এ নগরীর উন্নয়নসহ সকল কাজ এগিয়ে চলেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের স্বপ্ন পূরণে কাজ করতে চাই। একইসাথে এ নগরীকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই।

সভায় জানানো হয়, কোর্ট ওয়ালটন পয়েন্ট, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর, শহীদ এএইচএম কামারুজ্জামান মাজার, শাহ মুখদুম মাজার, আমচত্বর, সপুরা মঠ পুকুর, পদ্মা পারিজাত লেক, রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েটসহ নগরীর গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানসমুহের সকল প্রকার পোস্টার, অবৈধ ব্যানার অপসারণ করা হবে। সভায় আরো বক্তব্য রাখেন কমিটির সদস্য ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

সভায় ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন পরিদর্শক মোফাজ্জল হোসেন, পরিচ্ছন্ন পরিদর্শক শাহীন রেজা, কেন্দ্রীয় সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.