বিনোদন ডেস্কঃ বলিউডে হঠাৎ করেই ঝড় তুলেছে এক নতুন জুটি আহান পান্ডে ও অনিত পাড্ডা। তাদের রসায়ন আর মোহিত সুরির পরিচালনায় যশরাজ ফিল্মসের ‘সাইয়ারা’ যেন এক রেকর্ড ভাঙার নাম হয়ে উঠেছে। মুক্তির পর থেকেই একের পর এক মাইলফলক ছুঁয়ে যাচ্ছে ছবিটি।
মাত্র পাঁচ দিনেই বক্স অফিসে ছবির আয় দাঁড়িয়েছে ১৩২.২৫ কোটি রুপি। অথচ নির্মাণ ব্যয় ছিল মাত্র ৬০ কোটি। দর্শকপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে, মঙ্গলবার একদিনেই ছবিটি আয় করেছে ২৫ কোটি রুপি যা এ বছর বলিউডে একদিনে সর্বোচ্চ।
এর ফলে ‘হাউসফুল ৫’, ‘রেইড-২’, ‘সিতারা জামিন পার’, এমনকি কিং খান, ভাইজান ও মিস্টার পারফেকশনিস্টদের ছবিকেও ছাড়িয়ে গেছে ‘সাইয়ারা’। আমির খানের ‘দঙ্গল’, শাহরুখ খানের ‘পাঠান’, সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং যশের ‘কেজিএফ-২’ সব ছবির একদিনের আয়কে পেছনে ফেলেছে এটি।
দিনভিত্তিক আয় দেখলেই স্পষ্ট হয় সিনেমাটির উত্থান: প্রথম দিন (শুক্রবার): ২১.৫ কোটি, দ্বিতীয় দিন (শনিবার): ২৬ কোটি, তৃতীয় দিন (রবিবার): ৩৫.৭৫ কোটি, চতুর্থ দিন (সোমবার): ২৪ কোটি, পঞ্চম দিন (মঙ্গলবার): ২৫ কোটি।
এই পরিসংখ্যান দেখে বলিউড বিশ্লেষকরা বলছেন, সপ্তাহের মাঝামাঝি এমন আয় বিরল। ব্যবসায়িক বিশ্লেষক তরণ আদর্শ বলেন, ‘এটা শুধু বক্স অফিস নয়, একটা প্রজন্মের প্রতিফলন। নতুন মুখেরা যেভাবে দর্শকের হৃদয়ে জায়গা করে নিচ্ছে, সেটাই বলিউডের ভবিষ্যৎ নির্দেশ করছে।’
আহান পান্ডে—চাঙ্কি পান্ডের ভাইপো, এবার নিজের পরিচয়ে বলিউডে পা রেখেছেন গায়ক ও প্রেমিক চরিত্রে। লুক, পারফরম্যান্স, সবকিছুতেই মাত করেছেন তিনি। আর অনিত পাড্ডা যিনি সালাম ভেঙ্কি’র পর দ্বিতীয় সিনেমাতেই নজর কাড়ছেন।
এই জুটির পর্দার রসায়ন এতটাই দাগ কাটছে যে অনেকে বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন তুলেছেন। আহানের বাস্তব জীবনের ‘সাইয়ারা’ কি তবে অনিত নয়, শ্রুতি? এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে মিডিয়া পাড়ায়।
যাই হোক, একমাত্র সত্য হলো ‘সাইয়ারা’ এখন শুধু একটি সিনেমা নয়, এক বলিউড ফেনোমেনা।