নাচোলে বিট পুলিশিং ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

৬১২

অলিউল হক ডলার: চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নাচোল রেলস্টেশন প্লাটফর্মে ৭ নম্বর বিটের কর্মকর্তা এসআই আতোয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল কুমার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন,পৌর কাউন্সিলর মতিউর রহমান ,মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম ও হেলাল উদ্দিন,নাচোল উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার ও সমাজসেবক বাবুল আক্তার।

এছাড়া উন্মুক্ত আলোচনার বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক খাইরুল ইসলাম, ইউনুস আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব।

বক্তারা, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ,ট্রেনের ছাদে, ইঞ্জিনে ও বাফারে ভ্রমনে প্রতিরোধ, অবৈধভাবে চেইন পুলিং প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন। এছাড়া প্ল্যাটফর্মের মোটরসাইকেল চলাচল বন্ধ অযথা ঘোরাফেরা না করার জন্য সতর্ক করেন।

Comments are closed.