নাচোলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ এর উদ্বোধন

১৫৮
অলিউল হক ডলার, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন  উপলক্ষে নাচোল হাসপাতালের ইউএইচএ ডাঃ সুলতানা পাপিয়ার নেতৃত্বে  একটি র‍্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ আসাদুজ্জামান বিপ্লব, মেডিকেল এ্যাসিসটেন্ট কামরুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স সুফিয়া খাতুন প্রমূখ। এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য –’শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য এগিয়ে আসুন: শেখান এবং সহযোগিতা করুন’।
মায়ের দুধের প্রয়োজনীয়তা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে জোর দিতে ১৯৯২ সাল থেকে প্রতি বছর ১ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস ও ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়ে আসছে। ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয়ভাবে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ।

Comments are closed.