নাচোলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৪৯

অলিউল হক ডলার, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় নাচোল রেলস্টশন মাঠে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গুঠইল ফুটবল দল বনাম মল্লিকপুর ডন ফুটবল দলের মধ্যে নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় ট্রাইবেকারের মাধ্যমে মল্লিকপুর ফুটবল দল বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুস সালাম তুহিন। খেলার প্রধান পৃষ্টপোষক হিসাবে বক্তব্য প্রদান করেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক ও নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক শফিকুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তন্ময় আহম্মেদ ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি প্রভাষক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী মেম্বারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। বক্তারা যুব সমাজকে মাদকমুক্ত ও অন্যান্য অসামাজিক কার্যকালাপ থেকে বিরত রাখার জন্য ক্রীড়া সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করার আহবান জানান। উল্লেখ্য, এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করে। বিজয়ী দলকে ৫০হাজার ও বিজিত দলকে ৩০হাজার টাকা ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক আবু তাহের খোকন ও অন্যান্য অতিথিবৃন্দ।