নাটোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

২০৪

নাটোর প্রতিনিধি: নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস ও জেলা প্রশাসক শামীম আহমেদের নেতৃত্বে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নাদিম সারোয়ার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মকসেদ আলী মোল্লা জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী প্রমূখ ।

Comments are closed.