নাটোরে বিএনপি ও পুলিশের সংঘর্ষে সাংবাদিকসহ আহত-২০

১৫৭

এম এম আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি : নাটোরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার(২২ নভেম্বর) সকাল ১০টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অংশ নেন দলের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের জমায়েতের একপর্যায়ে দলীয় কার্যালয়ের সামনের সড়কের একপাশ বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদেরকে সমাবেশ করতে বাধা দেয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, দৈনিক যুগান্তেরর নাটোর প্রতিনিধি শহিদুল সরকার ও বাংলাভিশনের নাটোর প্রতিনিধি কামরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। এখন পরিবেশ স্বাভাবিক আছেন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments are closed.