প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৩, ২:২৯ অপরাহ্ণ
নিয়ামতপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বিকেলে সমাপনীতে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় বেলগাপুর উচ্চ বিদ্যালয় ও আমইল উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়। খেলায় আমইল উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বেলগাপুর উচ্চ বিদ্যালয়।
এর আগে কাবাডি প্রতিযোগিতা, হ্যান্ডবল প্রতিযোগিতা ও বালিকাদের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রমূখ।
আলোচনা সভা শেষে সকল ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Copyright © 2025 বিডি সংবাদ ২৪ ডটকম. All rights reserved.