নিয়ামতপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৫২ জন

১৮৬
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে রোববার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় মোট ৫২জন পরীক্ষাথী অনুপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার এ উপজেলায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ৫টি কেন্দ্র ও  ২ হাজর ৬৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবেন। আজকের প্রথম দিনের পরীক্ষায় ২ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জন অনুপস্থিত ছিলেন।
উপজেলা সদরের নিয়ামতপুর সরকারি মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে  নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বৈশ্বিক মহামারী করোনার নিয়ন্ত্রনে আসায় সরকারী সিদ্ধান্ত অনুযায়ী এবারে এসএসসি পরীক্ষার পরিবেশ সুন্দর ও নকলমুক্ত পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।
এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান  ফরিদ আহম্মেদ  বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

Comments are closed.