নিয়ামতপুরে এসএসসি পরীক্ষায় ১ম দিন অনুপস্থিত ৭৩ পরীক্ষার্থী

১১৪
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মহামারী করোনা পরর্বতীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১ম দিনে ৭৩জন পরীক্ষাথী অনুপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানা গেছে,  এবার এ উপজেলায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ৬ টি কেন্দ্র ও ২ হাজর ৬৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করার কথা থাকলেও  প্রথম দিনের পরীক্ষায় ২হাজার ৫শ ৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী ২০১৩ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৯৮২ জন, দাখিল পরীক্ষায় মোট শিক্ষার্থী ৫০২ জনের মধ্যে ৪৭১ জন উপস্থিত ছিলেন ৪৭১ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট  ১৫১ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৪০ জন।
উপজেলা সদরের নিয়ামতপুর সরকারি মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান জানান, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী এবারে এসএসসি পরীক্ষার পরিবেশ সুন্দর ও নকলমুক্ত পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।

Comments are closed.