নিয়ামতপুরে জলবায়ু ও বৈশ্বিক উঞ্চতা রোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

২২১
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সিসিডবির উদ্যোগে পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু সহনশীল সমাজ গঠন, কার্বন নিঃসারণ ও বৈশ্বিক উঞ্চতা রোধে ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা চত্বরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সিনিয়র প্রগাম অফিসার কাউসার আল মামুন, প্রশিক্ষক হালিমা খানম, সমাজ সংগঠক ফিলিপ জিমিয়া, ইকবালসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা জলবায়ু, কার্বন নিঃসারণ ও বৈশ্বিক উঞ্চতা রোধে প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন।
এর আগে বিশ্ব সিসিডিবি “পৃথিবী একটাই তোমার আমার সবার ” স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে উপজেলা চত্বরে র‍্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Comments are closed.