পরিসংখ্যান সংস্থার প্রধানকে বরখাস্ত করলেন এরদোয়ান

২০১
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

১৯ বছরের মধ্যে তুরস্ক সর্বাধিক মুদ্রাস্ফীতির কবলে পড়েছে তুরস্ক। নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে দেশটির পরিসংখ্যান সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ তথ্য জানিয়েছে।

জানুয়ারির শুরুতে তুরস্কের পরিসংখ্যান সংস্থা জানিয়েছিল, মুদ্রাস্ফীতির হার হয়েছে ৩৬ দশমিক ১ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

তুরস্কের বিরোধী রাজনৈতিক দলের নেতারা মনে করেন, মুদ্রাস্ফীতির এ হারও কমিয়ে দেখানো হয়েছে। তাঁদের অভিযোগ, জীবনধারণের খরচ দ্বিগুণেরও বেশি হয়ে গেছে।

আগামী মাসে ফের মুদ্রাস্ফীতির হার ঘোষণা করা হবে। বিশেষজ্ঞদের ধারণা, সেটি ৪৭ শতাংশে পৌঁছাতে পারে।

দেশের অর্থনীতির এ অবস্থার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি গত আড়াই বছরে কেন্দ্রীয় ব্যাংকের তিন গভর্নরকে বরখাস্ত করেছেন। অর্থমন্ত্রী বদল হয়েছে। মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের বদলি করিয়েছেন। তার পরেও তেমন ফলাফল মেলেনি। এমনকি এরদোয়ানের এসব সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে।

Comments are closed.