পাইকগাছায় চেতনা নাশক স্প্রে করে একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে নগদ টাকা সহ মালামাল লুট

0 ৫৩৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় চেতনা নাশক স্প্রে করে একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে নগদ টাকা সহ মালামাল লুটেরর অভিযোগ। ঘটনাটি ঘটেছে উপজেলার লস্কর ইউনিয়নে উত্তর খড়িয়া গ্রামে। অচেতন সবাই পাইকগাছা হাসপাতালে ভর্তি রয়েছে।

 

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে লস্কর ইউপির উত্তর খড়িয়া গ্রামে বিমল মন্ডল ( ৬৫) ছেলে সুশান্ত মন্ডল জমির ১লক্ষ টাকা হারি টাকা নিয়ে বড়িতে রাখে। বৃহষ্পতিবার রাতে তাদের পরিবারের প্রথমে তার বাবা বিমলমন্ডকে ও পরে তার স্ত্রী সুমিতা( ৩৫) ও শিশু পুত্র রুদ্রকে অজ্ঞান করে বাড়িরতে থাকা নগদ ১লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

 

 

এরা বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.