পাইকগাছা পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রার্থীদের সাথে প্রশাসনের দিক-নির্দেশনামূলক সভা

0 ৩০৩

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: আগামী ৩০ জানুয়ারি পাইকগাছা পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইনশৃংখলা ও নির্বাচনী আচরণবিধিমালা বিষয়ে দিক-নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মিলনায়তনে ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে অনুষ্ঠিত পৃথক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

 

প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার এম. মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, পাইকগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরন মন্ডল, ওসি এজাজ শফী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামাল উদ্দীন আহমেদ।

 

নির্বাচনের আচরণবিধি মেনে নির্বাচন পরিচালনা করার জন্য ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়। কোন প্রকার অনিয়ম, দুর্নীতি প্রমাণিত হলে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যেক প্রার্থীদের আচরণ বিধির মধ্যে থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর জন্য নির্দেশনা দেন।

 

Leave A Reply

Your email address will not be published.