পাকিস্তানকে সামলানোর জন্য প্রস্তুত বাংলাদেশ

৮৫
সতীর্থদের সঙ্গে রুমানা আহমেদ। ছবি : বিসিবি

চলমান নারী এশিয়া কাপে বাংলাদেশ ও পাকিস্তান দুদলই ফেভারিট। দুদলই নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে। এবার একে অপরের বিপক্ষে লড়বে।

আগামীকাল সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিলেটে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে নিজেদের স্পিন বিভাগ নিয়ে আত্মবিশ্বাসের কথা শোনালেন বাংলাদেশি তারকা রুমানা আহমেদ। জানালেন, বাংলাদেশের স্পিন দিয়েই পাকিস্তানকে আটকাবেন তাঁরা।

ম্যাচের আগের দিন আজ রোববার রুমানা বলেছেন, ‘আমরা জানি, ওরা স্পিন বল ভালো খেলে। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগের চেয়ে বেশি ভালো করছে। আমরা দেখেছি আমাদের খেলা ম্যাচগুলোতে স্পিনাররা সর্বোচ্চ চেষ্টা করে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন যথেষ্ট।’

ব্যাট ও বল হাতে রুমানা নিজেও দারুণ ছন্দে আছেন। পাকিস্তানের বিপক্ষেও দলে অবদান রাখতে চান তিনি, ‘আমি চেষ্টা করি সবসময় অলরাউন্ড পারফরম্যান্স করতে। ওই ধারাবাহিকতাই রাখার চেষ্টা করবো।  সামনে এটা আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্যাটে-বলে অবদান রাখার চেষ্টা করব। আমি কখনও শুধু ব্যাটিং বা বোলিং দিয়ে হিরো হচ্ছি না। দুটোতেই আমি অবদান রাখছি। ব্যাটে বলে সামঞ্জস্য রাখার চেষ্টা করছি। হয়তো সবসময় রাখতে পারি না, তবুও চেষ্টা করেছি দুটোতেই যেন ক্লিক করে।’

Comments are closed.