পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৬৩
লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

অনাপত্তিপত্র বা এনওসি ছাড়া পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশত্যাগ বন্ধে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) কর্মীদের সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

পাকিস্তানের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে এ নির্দেশনা আসে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

খবরে বলা হয়, শনিবার মধ্যরাতে পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার আসাদ কাইসারের পদত্যাগের ঘোষণা ও ইমরানে খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রক্রিয়া শুরুর সময় এই নির্দেশনা দেওয়া হয়।

পাকিস্তানের সব আন্তর্জাতিক বিমানবন্দরে এফআইএ’র অভিবাসন কর্মীদের সর্বোচ্চ পর্যায়ে সতর্ক রাখার পাশাপাশি এনওসি না নিয়ে দেশ ছাড়তে চাওয়া সরকারি কর্মকর্তাদের আটকে দেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশনায়।

একই সঙ্গে এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং বিদেশগামীদের তল্লাশি বাড়ানো হয়েছে।

এফআইএ ও বিমানবন্দর কর্মকর্তারা সংবাদমাধ্যমকে বলেছেন, তারা সতর্ক থাকার নির্দেশনা পেয়েছেন। সরকারি কর্মকর্তাদের এনওসি ছাড়া দেশত্যাগের বাধা দিতে বলা হয়েছে।

এ ছাড়া সামরিক শহর রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও খবরে বলা হয়েছে।

Comments are closed.