পাবনার চাটমোহরে বিদ্যুৎ স্পর্শে লাইনম্যানের মৃত্যু

১৫২
আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বৈদ্যুতিক মিটার লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর একজন লাইনম্যানের মৃত্যু হয়েছে।
 বুধবার (২৭ জুলাই) দুপুরে চাটমোহর উপজেলা পরিষদের অভ্যন্তরে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
বিদ্যুৎ স্পর্শে মৃত রনি মিয়া রাজশাহীর পবা উপজেলার শাহমখদুম থানা এলাকার বাসিন্দা। তিনি লাইনম্যান গ্রেড-১ পদে পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এ কর্মরত ছিলেন।
অন্যান্য দিনের মতো দায়িত্ব পালনে বুধবার উপজেলা পরিষদের অভ্যন্তরে আনসার সদস্যদের বসবাসের জন্য নির্মানাধীন ভবনে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এ দূর্ঘটনা ঘটে।
পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার জানান, এ দূর্ঘটনা ঘটার পর পরই রনি মিয়াকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার কারন খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দূর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান, আনসার সদস্যদের জন্য নির্মানাধীন ভবনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতা বশত এ দূর্ঘটনা ঘটে।

Comments are closed.