পাবনা মানসিক হাসপাতালের সাবেকপরিচালকসহ ৪জনের বিরুদ্ধে দুদকে মামলা

১৭৩
পাবনা প্রতিনিধি: বাজারমূল্য থেকে বেশি দর দেখিয়ে পাবনা মানসিক হাসপাতালের জন্য বিভিন্ন পণ্য কিনে ৮৮ লাখ ৩ হাজার ৭৬২ টাকা আত্মসাতের দায়ে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসসহ চার জনের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল আলম সরকার বাদী হয়ে এই ছয়টি মামলা দায়ের করেন বলে কমিশন থেকে বুধবার (১৫ জুন) বিকালে এ তথ্য জানানো হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন—পাবনা জেলার সাবেক মার্কেটিং কর্মকর্তা (বর্তমানে কৃষি বিপণন অধিদপ্তর, দিনাজপুরে কর্মরত) হুমায়ুন কবীর, পাবনার ছাতিয়ানী এলাকার বাসিন্দা ও ঠিকাদার এ এইচ এম রেজাউন,
পাবনা শহরের ছাতিয়ানী এলাকার ঠিকাদার এ এইচ এম আরেফিন, পাবনা শহরের ছাতিয়ানী এলাকার ঠিকাদার এ এইচ এম ফয়সল। এর মধ্যে এ এইচ এম আরেফিন পাবনা পৌরসভার নির্বাচিত কাউন্সিলর।
দুদক সূত্র জানায়, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ অর্থবছরে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস, পাবনা জেলার সাবেক মার্কেটিং কর্মকর্তা হুমায়ুন কবীর,
 ঠিকাদার এ এইচ এম রেজাউল, এ এইচ এম আরেফিন ও এ এইচ এম ফয়সল পারস্পরিক যোগসাজশে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য কিনে ৮৮ লাখ ৩ হাজার ৭৬২ টাকা আত্মসাৎ করেন।
এ অভিযোগের পর দীর্ঘ অনুসন্ধান শেষে গত মঙ্গলবার বিকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল আলম সরকার বাদী হয়ে এই ছয়টি মামলা দায়ের করেন।

Comments are closed.