পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও প্রাণিসম্পদ প্রদর্শনী

৩৬

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি’ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রথম দিন র‌্যালী ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেন।
২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ৭ দিনে বিভিন্ন কর্মসূচী পালন করবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালগুলো।
র‌্যালী শেষে প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রাণিসম্পদ সেবার আধুনিকায়ন, নতুন প্রযুক্তি ব্যবহার করে উন্নত সেবা প্রদান, কৃত্রিম প্রজনন এর মাধ্যমে জাত উন্নয়ন, খামারীদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবাদি প্রাণির জন্য উন্নত রেশন তৈরি, প্রাণিসম্পদের বাজার সৃস্টি, নতুন নতুন উদ্যোক্তা তৈরি এবং বিভিন্নধরনের উন্নত এবং অধিক উৎপাদনশীল গরু, ছাগল, ভেড়া, গারল, দুম্বা এবং বিভিন্ন ধরণের সৌখিন পাখি প্রদর্শিত হয়। উক্ত স্টল গুলোর মাধ্যমে খামারীদের আরো সচেতন করে তোলার চেষ্টা করা হয়।
প্রদর্শনী শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তানজিমুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ কবীর হোসন সহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুল হাসান। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র দপ্তরের ভেটেরিনারি সার্জন, ডাঃ মোঃ ওলিউল্লাহ।