পুঠিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

১১১

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জেলা ব্যবস্থাপক ত্রিদীপ চন্দ্র গোলদার, পুঠিয়া এসোসিয়েট অফিসার মোছাঃ লায়লা খাতুন প্রমুখ।

সভায় মাদক, নারী নির্যতন, নারীর ক্ষমতায়, বাল্য বিবাহ প্রতিরোধ এবং ইভটিজিং বিষয়ে আলোচনা করা হয়।

Comments are closed.