পুঠিয়ায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ার নুকুলবাড়ীয়ায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের নকুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে জিউপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ পুঠিয়া-দূর্গাপুর আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ার ম্যান মোঃ আনোয়ারুল ইসলাম জম্মা, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক মেয়র মোঃ আসাদুল হক আসাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়ত মোহাঃ আসাদুজ্জামান, সাবেক পৌর বিএনপির সভাপতি মমতাজুল আলম খন্দকার লাল্টু, উপজেলা সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ একরামুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাবেক বেলপুকুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল রাকিব, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি মোঃ বজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার রহমান ভুট্ট, রাজশাহী জেলা জিয়া মঞ্চ আহবায়ক মোঃ নাসির উদ্দিন, উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক মোঃ ওয়াসিম আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান (আতিক), পুঠিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রিপন রেজা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ লুৎফর রহমান।