পুঠিয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে তাজ কমিউন্টি সেন্টারে জিয়া মঞ্চ পুঠিয়া উপজেলা, পুঠিয়া পৌর ও রাজশাহী জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে দোয়া মাহফিলের পর কোরআন খতম কারী হাফেজদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চের রাজশাহী জেলা শাখা আহবায়ক এস,এম নাসির উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ পুঠিয়া-দূর্গাপুর আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল। এতে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোঃ আবু বকর সিদ্দিক (রাজন), জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, জেলা সদস্য সচিব রাজু আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক মেয়র মোঃ আসাদুল হক আসাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়ত মোহাঃ আসাদুজ্জামান, সাবেক বেলপুকুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল রাকিব, পুঠিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার রহমান ভুট্ট, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান (আতিক), জিয়া মঞ্চের উপজেলা আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান, পৌর আহবায়ক হাসানুজ্জামান ময়েন, সদস্য সচিব মোমিনুল হক স্বপন সহ অনেকে উপস্থিত ছিলেন।