পুঠিয়ায় ইওয়াইডব্লিউ প্রকল্পের সমাপনী সভা

২১২

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহায়তায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এম্পাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দূর্গাপুর আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোঃ আনাছ, অক্সফ্যাম ইন বাংলাদেশ প্রকল্প সমন্বয়কারী কে এন এম এন আজম।

সভায় সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী এলিজাবেথ মারান্ডি। সভাটি সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার মোঃ সোহেল রানা।

এছাড়াও কর্ম এলাকার বিভিন্ন ইউনিয়নের যুব, মেন্টর-মেন্টিগণ, ইউপি সদস্য, সচীব, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণও সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলে প্রকল্পের সাথে নিজেদের সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন।

উদ্যোক্তাগণ তাদের পথচলার গল্প শোনান। বক্তারা প্রকল্পটিকে একটি বাস্তবমুখী ও যুগোপযোগী একটি সফল প্রকল্প হিসেবে অভিহিত করেন।

 

Comments are closed.