পুঠিয়ায় ইঞ্জিন চালিত নসিমন ভেঙ্গে পড়ে নিহত ১ আহত ৯

0 ৯২২

indexঅজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : রাজশাহীর পুঠিয়ার তারাপুর নামক স্থানে মহিষবাহী ইঞ্জিন চালিত নসিমনের সামনের চাকা ভেঙ্গে পড়ে ১ জন গরু-মহিষ ব্যবসায়ী নিহত ও ৯ জন আহত হয়েছে।
পবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনিরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ১০ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুর নামক স্থানে নাটোর সিংড়া থেকে ছেড়ে আসা রাজশাহী গার্মী ইঞ্জিন চালিত নসিমনের সামনের চাকা ভেঙ্গে পড়ে যায়। এ সময় নসিমনে থাকা ১০ জন গরু-মহিষের ব্যবসায়ী গুরুত্বর আহত হয়। এ খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে গরু-মহিষ ব্যবসায়ী জাবেদ প্রাং (৫৫) কে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহত জাবেদ প্রাং (৫৫) নাটোর জেলার সিংড়া গ্রামের কৈডাঙ্গ গ্রামের মৃত হাতু প্রাং এর পুত্র বলে জানা গেছে।
আহত গরু-মহিষ ব্যবসায়ীরা হলেন- নাটোর জেলার সিংড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামের গরু-মহিষ ব্যবসায়ী শামীম হোসেন (২৮), একই গ্রামের ইয়াছিন আলী (৫০), রফিকুল ইসলাম (৪৫), মকলেছুর রহমান (৪০), মাজেদ আলী (৬০), আলতাব হোসেন (৫০), ফয়েজ আলী (৫০) একই উপজেলার বারিয়াপাড়া গ্রামের মুনছুর আলী (৫৫) এবং বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার তেঘরিয়া গ্রামের শাহাদত আলী (৪২) বলে জানা গেছে।
কর্তব্যরত ডাক্তার জানান, আহত ৯ জন রোগীর অবস্থা আশংখা জনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.