পুঠিয়ায় উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের উপস্থিতি ও ঔষুদের দাবীতে মানববন্ধন

0 ৫৮৪

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার দাসমাড়িয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসারের উপস্থিতি না থাকায় রোগীদের ভোগান্তী শিকার হচ্ছে। প্রতিদিন সরকারী সময় অনুযায়ী ডাক্তারের উপস্থিতি ও ঔষুদের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে পুঠিয়া-তাহেরপুর সড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা নিজাম উদ্দিন, কামরুল ইসলাম, গফুর আলী, নজরুল ইসলাম, ইমাম নূরুল ইসলাম সহ অনেকে।

 


বক্তারা বলেন, মেডিকেল অফিসার কখনোই উপ-স্বাস্থ্য কেন্দ্রে আসেনা। স্যাকমো আসেন দুই এক ঘন্টা থেকে চলে যান। এছাড়া তিনি রোগীদের সাথে খারাপ আচরণ করেন। রোগীদের স্বাস্থ্য কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়না। টিকিট কাউন্টারের সামনে থেকে শুনে রোগীদের ঔষুধ দেওয়া হয় নামমাত্র। টিকমত রোগীদের ঔষুধ দেওয়া হয়না।

 

ঝারুদার মহিলা হাজেলা বেগমের নিকট এবং তার নাতি নাবালক নাহিদের কাছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের চাবি থাকে। তারাও এলাকার রোগীদের ঔষুধ দেওয়া সহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন এবং এগুলো নিরষনে উদ্ধর্তন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান।

 

 

Leave A Reply

Your email address will not be published.