পুঠিয়ায় করোনা আক্রান্ত ব্যাক্তিকে ইউএনওর নববর্ষের শুভেচ্ছা

0 ৩২৪

মোহাম্মদ আলী, পুঠিয়া : পুঠিয়া উপজেলা জিউপাড়া (বগুড়াপাড়া) সংক্রমক ব্যাধি করোনায় আক্রান্ত ইউসুফকে বাংলা নববর্ষ ১৪২৭ এর শুভেচ্ছা জানাতে চাল, ডাল, শাক-সবজি, তৈলসহ মাস্ক, হ্যান্ড গ্লভস, সেনিটাইজার,নতুন গামছা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় প্রায় ৩১ প্রকার দ্রব্য নিয়ে ইউসুফের বাড়ির সন্নিকটে উপস্থিত হয়ে মুঠোফোনে নববর্ষের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান। 

নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান বলেন, নববর্ষের দিনে তাকে করোনার হতাশা থেকে মুক্ত করে নতুন এক জীবনের আশা জোগানোর জন্য এই উদ্যোগ। ইতোপূর্বেও আমরা তাকে প্রায় ৫০ কেজি চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিয়েছি। এবং ১২ এপ্রিল বিকাল ৫টার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ফোনের মাধ্যমে জানতে পারি পেশায় দর্জি ওই ব্যক্তির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংগ্রহ করা নমুনায় সংক্রামক ব্যাধি কোভিড-১৯ (করোনা ভাইরাস) পজিটিভ পাওয়া গেছে। সংবাদ পাওয়ামাত্র স্বাস্থ্য কমপ্লেক্স পুঠিয়ার আরএমও ডা. মঞ্জুর ও পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলামকে নিয়ে তার বাড়ির কাছে উপস্থিত হই। নিরাপদ দূরত্ব বজায় রেখে তার বক্তব্য নেওয়া হয়। তার বোন ও সংশ্লিষ্ট সবার বক্তব্য শোনার পরে এবং সকল তথ্য যাচাই বাছাই শেষে প্রতীয়মান হয় , করোনা ভাইরাস সংক্রমণ রোধে তার বোনের ঘর এবং সংস্পর্শে আসা ও নিকটবর্তী মোট ৪০টি পরিবার ও ৩টি প্রতিষ্ঠান লকডাউনের আওতাভুক্ত করা জরুরী। তারই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. হামিদুল হক ১৩ এপ্রিল একটি গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে উল্লেখিত ৪০টি পরিবার ও ৩টি প্রতিষ্ঠান লকডাউন ঘোষণা করেন। পুঠিয়া উপজেলা প্রশাসন তার পরিবারের নিত্যপ্রয়োজনীয় সকল দায়িত্ব গ্রহণ করেছে।

Leave A Reply

Your email address will not be published.