পুঠিয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ে সচেনতা মহড়া

১৯৮

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা শ্লোগানে রাজশাহীর পুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক সচেনতা মহড়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে পুঠিয়া উপজেলার সরকারী পিএন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করেন পুঠিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা হিসাব রক্ষক অফিসার মিন্নাত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, সরকারী পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার সরকার, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা শাহিনুর রহমান, পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল ইসলাম প্রমুখ।

Comments are closed.