পুঠিয়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২২৫

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ শ্লোগানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের নির্বাচিত পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ সভাপতিত্ব করেন। এ সময় প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু কৃষিবিদ অজিত কুমার রায়, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন।

Comments are closed.