পুঠিয়ায় পুকুর খননের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

0 ৩৮২

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া গোটিয়ায় পুকুর খননের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার ভালুকগাছি ইউনিয়নের গোটিয়া গ্রামের প্রায় ২ শতাধিক কৃষক মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

এ সময় কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন তিতুমির মন্ডল, আব্দুল ওহাব মন্ডল, আফজাল হোসেন, আলী আজগর, টিপু সুলতান, আবুল কালাম আজদ, এলাহী বক্স, আজিজুল হক, সিদ্দিকুর রহমান, মিলন প্রমুখ।

খবর পেয়ে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ রুমানা আফরোজ ঘটনাস্থলে গিয়ে পুকুর খনন বন্ধ করার আশ্বাস দিয়ে সবাইকে বাড়ি পাঠিয়ে দেন। এসময় থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানায়, রাজশাহী জেলার পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাদের ও মড়িয়া ইউনিয়নের হুজারপাড়া গ্রামের আব্দুর লতিব দুই জন সহ ভালুকগাছি এলাকার কিছু দালাল মিলে ইউনিয়নের গোটিয়া গ্রামের ৭২ বিঘা তিন ফসলি জমি লিজ নিয়ে পুকুর খনন করছেন।

এতে ওই এলাকার ৫ টি ডিপের প্রায় ৫ হাজার বিঘা জমি রয়েছে। এতে প্রায় ৩ হাজার কৃষকের জমি জলাবদ্ধতার আশংকা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.