পুঠিয়া-তাহেরপুর সড়ক নষ্ট করার অভিযোগে ইটভাটা মালিকের অর্থদন্ড

১৭৮

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর পাকা সড়ক নষ্ট করার অভিযোগে একটি ইটভাটা মালিকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ এপ্রিল) দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট নুরুল হাই মোহাম্মদ আনাছ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ জানান, রাজশাহীর পুঠিয়া উপজেলার পশ্চিমভাগ ও ধোকড়াকুল এলাকায় পুঠিয়া-তাহেরপুর সড়কের উপর মাটি ফেলে নষ্ট করছেন বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সড়ক নষ্ট হয়ে যাওয়ার কারণে জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ ঘটনায় এম.আর ইট ভাটার মালিক জেহের মোহাম্মদ কে বার বার সতর্ক করার পরেও তিনি কোন রকম কর্ণপাত করেননি। এর প্রেক্ষিতে সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়ায় ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়।

Comments are closed.