প্রকাশ্যে শোকদিবসের ব্যানার ছিঁড়ল বিএনপি, তীব্র নিন্দা বাদশার

২৮৮

রাজশাহীতেপ্রকাশ্যে জাতীয় শোকদিবসউপলক্ষে প্রদর্শিতব্যানারছিড়ে ফেলেছে স্থানীয়বিএনপিরকর্মীরা। এক ভিডিওফুটেজে দেখা গেছে, শুক্রবারবিকেলেবিএনপির বিক্ষোভমিছিল থেকে শহরেরসাহেববাজারএলাকায় দলটিরকর্মীরা বঙ্গবন্ধুর ছবি সম্বলিতব্যানারগুলোছিঁড়ে অসম্মানজনকভাবে পা দিয়ে অন্য দিকে ঠেলে দেয় এবংউল্লাসকরে।

এ ঘটনারতীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েগণ্যমাধ্যমে বার্তাপাঠিয়েছেনবাংলাদেশেরওয়ার্কার্স পার্টিরসাধারণসম্পাদক ও রাজশাহী-২ আসনেরসংসদ সদস্য ফজলে হোসেনবাদশা। শনিবারবিকালে দেওয়া ওই বার্তায়তিনিবলেন, ‘শোকেরমাসেজাতিরজনক বঙ্গবন্ধুকে অবমাননাকরা স্বাধীনতাবিরোধীরাজনীতিরপরিচয়বহনকরে।’

বিএনপিকেসকর্ত হওয়ারআহ্বানজানিয়েসিনিয়র এই রাজনীতিকবলেন, ‘রাজশাহীরমাটিতে মুক্তিযুদ্ধবিরোধী কোনকর্মকা-কেআমরা মেনেনিতেপারিনা। যারাএসবকরছেবাকরতেচায়, তাদেররাজনৈতিকভাবেপ্রতিহতকরাহবে।’ফজলে হোসেনবাদশা ন্যক্কারজনক এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুতআইনেরআওতায়আনার দাবিজানান।

Comments are closed.