প্রধানমন্ত্রী দুবাই পৌঁছেছেন

0 ৩৮০

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবাই এয়ার শো ২০১৯-এ অংশ নিতে চারদিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। দেশটির শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে দুবাই যান তিনি।

শনিবার (১৬ নভেবর) সন্ধ্যা ৭টা ১১ মিনিটে আরব আমিরাতের উদ্দেশে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৭ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান তাকে অভ্যর্থনা জানান।ব্রেকিংনিউজ

বিমানবন্দরে অভ্যর্থনার পর আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে দুবাইয়ের হোটেল শাংরি-লায় নিয়ে যাওয়া হয়। দুবাই সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

১৭ নভেম্বর প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এয়ারোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

চারদিনের আমিরাত সফর শেষে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.