প্রোটিয়াদের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ

৯৬
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শুরুটা স্বপ্নের মতো হয়েছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে তুলে নিয়েছে প্রত্যাশিত জয়। এবার বাংলাদেশের দ্বিতীয় পরীক্ষা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যারা নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে চাপে আছে। এই সুযোগটাই কাজে লাগিয়ে প্রোটিয়াদের চেপে ধরতে চায় বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান শোনালেন তেমনটাই।

আগামীকাল বৃহস্পতিবার বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। সিডনিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

ম্যাচের আগের দিন আজ বুধবার সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘আমি এটা আশা করছি যে, আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের জন্য আরেকটা সুযোগ। আমাদের ১১ জনের যারা খেলবে তাদের মধ্যে একজনের হিরো হওয়ার সম্ভাবনা আছে। তো ওই হিরোটা কে হবে সেটাই দেখার। ওগুলোই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে।’

প্রতিপক্ষ হিসেবে প্রোটিয়ারা কঠিন। কিন্তু সেসব নিয়ে আপাতত ভাবছে না বাংলাদেশ। চাপকে দূরে রেখে খোলা মনে খেলে যাওয়ার আহ্বান বাংলাদেশ অধিনায়কের, ‘ওপেনারদের সুযোগ আছে ২০ ওভার ব্যাটিং করার। কেন তারা পারবে না? আমি বিশ্বাস করি তারা করতে পারবে। কিংবা আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে আগেরদিন, কেন আমরা আবার ১০ উইকেট নিতে পারব না। তো আমাদের চিন্তাই থাকবে ওরকম। আমরা খোলা মনে যেতে চাই, খেলাটা উপভোগ করতে চাই, আক্রমণাত্মক থাকতে চাই। অবশ্যই রোমাঞ্চকর ক্রিকেট খেলতে চাই এবং দিন শেষে হাসিমুখে ফিরে আসতে চাই।’

Comments are closed.