ফিলিস্তিনির গুলিতে ৩ ইসরাইলি নিহত

0 ৯৭৮

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি দখলকৃত পশ্চিম তীরে  ইহুদি বসতিতে প্রবেশের সময় তিন ইসরাইলিকে গুলি করে হত্যা করেছে এক ফিলিস্তিনি বন্দুকধারী। মঙ্গলবার ইসরাইলের পুলি এ কথা জানিয়েছে।
ইসরাইলি পুলিশ জানিয়েছে, ৩৭ বছর বয়সী ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।
ইসরাইলি পুলিশ বলছে, অন্যান্য ফিলিস্তিনিদের সঙ্গে ওই বন্দুকধারী ইহুদি বসতি  ‘হার আদারে’ প্রবেশের জন্য অপেক্ষা করছিল। এমন সময় সে পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ওই তিন জন নিহত হয়।
৩৭ বছর বয়সী ওই লোকের বাড়ি বেইত সুরিকে। তবে ইহুদি বসতি হার আদারে কাজ করার অনুমতিপত্র রয়েছে। ‘হার আদার’ ইসরাইল এবং পশ্চিম তীরের সীমান্তে অবস্থিত।
প্রসঙ্গত, ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত ফিলিস্তিনিদের হাতে ৪৮ ইসরাইলি নিহত হয়েছেন। তাছাড়া দুই মার্কিন এবং এক ব্রিটিশ  পর্যটককেও হত্যা করা হয়েছে। ছুরিকাঘাত, গুলি এবং গাড়িচাপা দিয়ে এদের হত্যা  করা হয়। পক্ষান্তরে একইসময়ে ইসরাইলি বাহিনীর গুলিতে ২৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।- আল জাজিরা, বিবিসি।ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.