ফুলবাড়ী প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের মাঝে পিপিই প্রদান

0 ৪৮৭

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকিমুক্ত করতে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের ১৫ জন গণমাধ্যকর্মীর মাঝে পার্সোনাল প্রটেশন ইকুপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার সকাল ১০ টায় গণমাধ্যমকর্মীদের মাঝে পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) প্রদান করেন ফুলবাড়ীর বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা.ু মো. সোলায়মান মন্ডল।

ফুলবাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র হাতে গণমাধ্যমকর্মীদের পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) তুলে দেন ফুলবাড়ীর বিশিষ্ট হোমিও চিকিৎসক মো. সোলায়মান মন্ডল।

হোমিও চিকিৎসক মো. সোলায়মান মন্ডল বলেন, করোনাভাইরাস প্রভাবে যখন আমরা সকলেই আতঙ্কিত, এই আতঙ্কের মধ্যেই ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়েই তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাংবাদিকদের এই ঝুঁকির কথা বিবেচনায় রেখেই তাদেরকে ঝুঁকিমুক্ত রাখতেই তাদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। ইতোপূর্বে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে চিকিৎসাদানকারী শতাধিক হোমিও চিকিৎসকের মাঝেও পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।

ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু বলেন, করোনাভাইরাস প্রভাব চলাকালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকিমুক্ত করতে হোমিও চিকিৎসক ডা. মো. সোলায়মান মন্ডলের ব্যক্তিগত উদ্যোগে পিপিই প্রদান করার বিষয়টি ফুলবাড়ী প্রেসক্লাবের সকল সাংবাদিক কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, দৈনিক দেশ মা’র ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, দৈনিক ভোরের কাগজ ও আনন্দ টিভি প্রতিনিধি হারুন উর রশিদ, দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন, দৈনিক নতুন সময় প্রতিনিধি আল মামুন, দৈনিক নতুন স্বপ্ন প্রতিনিধি বাদল চন্দ্র প্রামানিক, দৈনিক দাবানল প্রতিনিধি হীরেন্দ্র নাথ বর্মন, দৈনিক বর্তমান সময় প্রতিনিধি সোহাগ কিবরিয়া, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক তিস্তা সংবাদ প্রতিনিধি মোকাররম হোসেন, দৈনিক সাইফ প্রতিনিধি মশিউ রহমান, আলোকিত সীমান্ত প্রতিনিধি লিটন সরকার প্রমুখ।#

 

ফুলবাড়ীতে দলিত জনগোষ্ঠীর মাঝে অর্থ ও মাস্ক সহায়তা প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) আলো প্রকল্পের উদ্যোগে দলিত পরিবারগুলোর মাঝে নগদ অর্থসহ শিশুদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।রবিবার দুপুর সাড়ে ১২ টায় পৌর শহরের সুজাপুরস্থ সুইপার কলোনী ৪৭ দলিত পরিবারের প্রত্যেক পরিবারকে ৪০০ টাকাসহ ৬২ জন দলিত শিশুর মাঝে মাস্ক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে নগদ অর্থসহ মাস্ক বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা দলিত ও আদিবাসী প্লাটফর্মের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। এ সময় উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) আলো প্রকল্পের ফুলবাড়ী উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. শফিকুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট ফেসিলিটেটর মো. তানজিদুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট ফেসিলিটেটর শিউলী বাড়া, কমিউনিটি ডেভেলপমেন্ট ফেসিলিটেটর গ্লোরিয়া মুর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, দৈনিক দেশ মা’র ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, দৈনিক ভোরের কাগজ ও আনন্দ টিভি প্রতিনিধি হারুন উর রশিদ, দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন, দৈনিক নতুন সময় প্রতিনিধি আল মামুন, দৈনিক নতুন স্বপ্ন প্রতিনিধি বাদল চন্দ্র প্রামানিক, দৈনিক দাবানল প্রতিনিধি হীরেন্দ্র নাথ বর্মন, দৈনিক বর্তমান সময় প্রতিনিধি সোহাগ কিবরিয়া, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক তিস্তা সংবাদ প্রতিনিধি মোকাররম হোসেন, দৈনিক সাইফ প্রতিনিধি মশিউ রহমান, আলোকিত সীমান্ত প্রতিনিধি লিটন সরকার প্রমুখ।

গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) আলো প্রকল্পের ফুলবাড়ী উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান বলেন, করোনাভাইরাসের প্রভাবে সকলেরই জীবনে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছেন কর্মজীবী মানুষরা। এটা থেকে বাদ পড়েননি দলিত জনগোষ্ঠীও। এ কারণে দলিত জনগোষ্ঠীর মাঝে সংস্থার পক্ষ থেকে প্রতি পরিবারকে ৪০০ টাকা এবং ৬২ জন শিশুর মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এতে কিছুটা হলেও ওইসব পরিবার উপকৃত হবে।

Leave A Reply

Your email address will not be published.