প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২২, ৭:২৮ অপরাহ্ণ
বকশীগঞ্জে স্থলবন্দরে ট্রাক চাপায় এক মহিলা শ্রমিক নিহত

জামালপুর সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর স্থলবন্দরে পাথর বুঝাই ভারতীয় ট্রাক চাপায় নুর জাহান নামে এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে। ৮ আগষ্ট সোমবার বিকালে ওই ঘটনা ঘটে।
জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দরে কাজ করার সময় ভারত থেকে ধানুয়া কামালপুর স্থলবন্দরে পাথর বুঝাই একটি ট্রাক প্রবেশ করে। ট্রাকটি বন্দরে প্রবেশ করার সময় নুর জাহান (৫০) নামে এক শ্রমিক ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নুর জাহান ধানুয়াকামালপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের চান মিয়াট স্রী। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। চালক পলাতক। ট্রাক পুলিশ হেফাজতে আছে।
Copyright © 2025 বিডি সংবাদ ২৪ ডটকম. All rights reserved.