বগুড়ার শেরপুরে অপরাজিতের উদ্যোগে কর্মহীনদের মাঝ খাদ্য সামগ্রী বিতরণ

0 ৩৯৪

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
করোনা সংক্রমনের প্রভাবে দেশের মানুষেরা এখন হোম কোয়ারেন্টাইনে এবং লকডাউনের মাঝে জীবনযাপন করছে। বেশ কয়েকদিন ধরে ঘর বাড়ীতে অবস্থান করায় ইতিমধ্যে কর্মহীন হয়ে পরেছে। তাইতো এসব কিছু কর্মহীন মানুষের সাময়িকভাবে দু এক দিনের খাদ্যের যোগান মেটানোর অংশ হিসেবে ত্রাণ বিতরণের দায়িত্ব বগুড়ার শেরপুরে অপরাজিত শিল্প-সাহিত্য পরিবার। এর অংশ হিসেবে ৩০ মার্চ সোমবার বিকেলে শেরপুর থানা চত্ত্বর থেকে নিদিষ্ট দূরুত্ব বজায় রেখে উপজেলার শতাধিক কর্মহীন হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দ।

বিতরণকালে উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, সংগঠনের সভাপতি নাহিদ হাসান রবিন, সহ-সভাপতি আবু সাঈদ ফকির, নির্বাহী সদস্য মামুনুর রশীদ চৌধুরী, ডা. মনিরুজ্জামান স্বপন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, আনন্দ টিভি প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তবে ত্রাণ অনুদান পেয়ে সন্তোষ করে করোনার ভয়াবহতা রোধের হাত মুক্ত হতে দোয়া কামনা করেন গ্রহীতারা।

Leave A Reply

Your email address will not be published.