বগুড়ার শেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা

0 ৮৩৮

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: ‘‘ বাড়াবো প্রানিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে গতকাল সোমবার বেলা ১১ এক বর্নাঢ্য রালী মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শেরপুর পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার। উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, শেরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব শাহ জামাল সিরাজী, পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক ড. সুমীর চন্দ্র। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ, উপজেলা ডেইরী ফার্ম ওনার্স এসোশিয়েশনের সভাপতি বদরুল ইসলাম পোদ্দার ববি, প্রাণিজ সম্পদ উদ্যোক্তা তামান্না আকিব, হাসানুর রহমান, তৌহিদুল ইসলাম, রহমান, রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে উদ্যোক্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ প্রাণিসম্পদ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টসুত্রে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.