বগুড়ায় সৌর বিদ্যুৎ চালিত কৃষি সেচ প্রদান বিষয়ক উঠান বৈঠক

0 ৩৫২

শেরপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়া পল্লী বিদুৎ সমিতি ২ এর শেরপুর জোনাল অফিসের আওতায় ভবানীপুর ইউনিয়ন পরিষদে গতকাল বুধবার বিকেল ৩টায় গ্রাহক সেবা উঠান বৈঠক ও সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রদান বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো: আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক মো: আকরাম হোসেন, ডিজিএম (কারিগরী) প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, এজি এম (সদস্য সেবা) মো: রেজাউল করিম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্পের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করেন এবং তাৎক্ষনিক সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্পের আবেদন গ্রহন করা হয়। এ সময় বক্তারা আরো বলেন সরকার বিশেষ অনুদান দিয়ে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এর আর্থিক সহয়তায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে ১০টি জেলায় ১০টি পল্লী বিদ্যুৎ সমিতির ২ হাজার সোলার সাবমারসিবল পাম্প স্থাপনের কার্যক্রম গ্রহন করেছে।

Leave A Reply

Your email address will not be published.