বাংলাদেশ সফরে কাউকে বাধ্য করা হবে না

0 ৯৪৮

10731_9pyeutqqখেলাধুলা ডেস্ক : অক্টোবরে ইংল্যান্ডের বাংলাদেশ সফরে কোন খেলোয়াড় চাইলে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে পারবেন এমন ইংগিত দিয়েছেন ইংলিশ অধিনায়ক ওয়েন মর্গান।
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবির একটি প্রতিনিধি দলকে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ইংল্যান্ড দলের খেলোয়াড়দের সাথে ঐ প্রতিনিধিদের দেখা হওয়ার কথা রয়েছে।
ওয়েন মর্গান বলেছেন কোন খেলোয়াড়কেই আসলে কোন সিরিজে অংশগ্রহণে বাধ্য করা যায় না। এক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার আগে দলের সবার এ বিষয়ে তথ্য জানা থাকা দরকার বলে মন্তব্য করেন তিনি।
অক্টোবরের ৭ তারিখ থেকে এই সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড দলের যাত্রা শুরু করার কথা।
১ জুলাই গুলশানে হামলায় ১৭ জন বিদেশি সহ ২০ জিম্মি হত্যার ঘটনার পর থেকেই বাংলাদেশে এই সিরিজ কতটা নিরাপদ হবে সেনিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন ইংলিশ খেলোয়াড়েরা।
তার প্রেক্ষিতে বাংলাদেশ সফরে এলো ইসিবির নিরাপত্তা দল। গত বছর অক্টোবরে নিরাপত্তা ইস্যুতে সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া। ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.