বাংলাদেশ সফর নিয়ে সংশয়ে প্লাংকেট

0 ৮৮১

11266_প্লাংকেটখেলাধুলা ডেস্ক : বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ইংল্যান্ড দল। নিরাপত্তা জনিত ইস্যু পর্যবেক্ষণের পর সবুজ সংকেত দেয় দলটি। ইসিবি’র ওপর আস্থা থাকলেও সফর নিয়ে সংশয়ে রয়েছেন ইংলিশ পেসার লিয়াম প্লাংকেট। তার মনে রয়েছে আরও প্রশ্ন।
প্লাংকেট বলেন, ‘পত্রিকা খুললেই দেখা যায় বিশ্বে নানা সমস্যা। আমি তাই ঠিক জানি না, তবে আমি সিরিজ শেষ (পাকিস্তান সিরিজ) করে পরিবারের সঙ্গে কথা বলবো, আরও কিছু মানুষের সঙ্গে কথা বলবো, আরও একটু ভেবে তারপর সিদ্ধান্ত নেব।’
এর আগে ইংলিশ দলের পরিচালক অ্যান্ড্রি স্ট্রাউস জানিয়েছেন, বাংলাদেশ সফরে সবাই যাবে বলে তার আশা। তবে এ সফর নিয়ে কাউকে জোর করা হবে না।
বর্তমানে প্লাংকেট ইংল্যান্ডের ওয়ানডে দলে নিয়মিত খেলছেন।
এর আগে ২০১০ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন প্লাংকেট।
প্লাংকেট বলেন, ‘আমি জানি সেখানকার পরিবেশ। উপমহাদেশে আমি অনেকবার গিয়েছি। আমার তাই আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার আছে, তারপর ভেবে সিদ্ধান্ত নেব।’
এদিকে, বিসিবি নিরাপত্তা প্রসঙ্গে জানিয়েছে, ইংল্যান্ডের এ সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এতো নিরাপত্তা অন্য কোথাও নিশ্চিত করে না বলেও জানিয়েছে বিসিবি।
আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে ইংল্যান্ড দল। সফরে তিনটি করে প্রস্তুতি ম্যাচ ও ওয়ানডে খেলবে তারা। প্রায় এক মাসের সফর শেষ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।
গত বছর নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি তারা। তবে ১৬ দলের ওই টুর্নামেন্টে অংশ নেয় ইংল্যান্ড। কোনো সমস্যা ছাড়াই সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ।ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.