বাংলাদেশ সেনাবাহিনী রাজশাহীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ

0 ৩২৬

বিজ্ঞপ্তি : বাংলাদেশ সেনাবাহিনী ও সেনা সদস্য রাজশাহীর পক্ষে থেকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে আজ রাজশাহী জেলার বহরমপুর এলাকায় সহায় সম্বলহীন প্রায় ১০০ পরিবারের মাঝে শুকনা ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

 

বাংলাদেশ সেনাবাহিনী রাজশাহীর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তোহিদ-ঊল-ইসলাম, বি এস পি, এন ডি ইউ, পি এস সি এর নির্দেশনায় মেজর রিয়াজের উপস্থিতিতে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ।

 

বাংলাদেশ সেনাবাহিনী রাজশাহীর আয়োজনে আজ ১০০টি অসহায়, দুঃস্থ ব্যক্তি/পরিবারের মাঝে শুকনা ত্রাণসামগ্রী হিসেবে প্রতিজনকে ০৭ কেজি চাল, ০২ কেজি আটা, ১ কেজি ডাল, ০১ কেজি চিনি, আধা কেজি তেল ও ২৫০ গ্রাম করে লবন দেয়া হয়েছে।

 

রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে বিভিন্ন সময়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ত্রাণ বিতরণকালে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.