বাইডেনের বাসায় চার ঘণ্টা তল্লাশি

0 ২৩২
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে সরকারি গোপন নথি পাওয়া যেতে পারে—এমন খবরে প্রশ্নের মুখে পড়েছেন বাইডেন। শুরু হয় তদন্ত, বাইডেনের অন্য বাড়িগুলোতেও শুরু হয় তল্লাশি অভিযান। তবে অভিযানের পরে আপাতত কিছুটা স্বস্তিতে বাইডেন। তাঁর ডেলাওয়ারের রেহরোথ এলাকার বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

গোপন নথির সন্ধানে মার্কিন বিচার বিভাগের নির্দেশে গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) প্রায় চার ঘণ্টা ধরে এ তল্লাসি চালান এফবিআই কর্মকর্তারা।

বাইডেনের ব্যক্তিগত আইনজীবী বব বাউয়ার একটি বিবৃতিতে তল্লাশির কথা জানান। তবে তল্লাশির ব্যাপারে এফবিআইয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। খবর বিবিসির।

এর আগে ডেলাওয়ারের উইলমিংটনের বাড়ি এবং ওয়াশিংটনের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি পাওয়া গিয়েছিল। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় জো বাইডেন যে কাজগুলো করেছিলেন, তার নথি পাওয়া গেছে।

বব বাউয়ার বিবৃতিতে জানান, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ তল্লাশি অভিযানে সহযোগিতা করেন বাইডেনের আইনজীবীরা। বাইডেনের বাড়ি থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা ক্লাসিফায়েড বা গোপনীয় হিসেবে উল্লেখ করা ছিল। তবে বেশ কিছু নথি ও হাতে লেখা নোট, যা বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময়ে লিখেছিলেন, তা পর্যালোচনার জন্য সংগ্রহ করেছে তদন্তকারীরা।

Leave A Reply

Your email address will not be published.