বাকশিমইল মডেল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শহিদুল আলম

৮৮

মোহনপুর প্রতিনিধি : উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সিন্ধান্ত মোতাবেক উপজেলা পর্যায়ে বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলম মনোনিত হয়েছেন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, দক্ষতা, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিচারকরা তাদের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনিত হওয়ায় শহিদুল আলম জানান, তারা অত্যন্ত আনন্দিত।

শিশু শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে এ শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতি তাদের অনুপ্রেরণা দেবে বলে জানান। উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা ইয়ামিন জানান, শিক্ষক হল মানুষ গড়ার কারিগর। শিক্ষাদান একটি জটিল ও কঠিন কাজ। একাজটি যিনি করে থাকেন তিনি শিক্ষক। শিক্ষককে জীবন্ত উপাদান নিয়ে কাজ করতে হয় বলে শিক্ষকতা একটি উচু দরের শিল্প।

শিক্ষক শুধু খবরের উৎস বা ভা-ার নন, কিংবা প্রয়োজনীয় তথ্য সংগ্রহকারী নন। শিক্ষক শিশুর বন্ধু, পরিচালক ও যোগ্য উপদেষ্টা। শিক্ষার সর্বস্তরে শিক্ষকই হলেন শিক্ষাকর্মের মূল উৎস।একজন আদর্শ শিক্ষকের পক্ষেই সম্ভব শিক্ষার কাজ ও শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করা । রবীন্দ্রনাথের মতে, উত্তম শিক্ষক হবেন উত্তম ছাত্র।

শিক্ষকের ছাত্রত্ব গ্রহণে তার মনের তারুণ্য নষ্ট হতে পারে না, বরং তিনি সব সময়ই ছাত্রদের সুবিধা অসুবিধা ভালভাবে বুঝতে সক্ষম হবেন এবং এ কারণেই তিনি শিশুদের মনের একান্ত কাছাকাছি থাকবেন।

Comments are closed.