বাকি জঙ্গিদের লাশও আঞ্জুমানকে দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0 ১,০৪৪

160641asaduzzaman_khan_kamal_2বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : গুলশান হামলার জঙ্গিদের মতো বাকি জঙ্গিদের লাশও দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা অপেক্ষা করবো, এর মধ্যে যদি কোনো স্বজন না আসে তাহলে বাকি মৃতদেহগুলো আঞ্জুমানকে দাফনের জন্য দিয়ে দেয়া হবে।’

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর কমান্ডো অভিযানে নিহত ৫ জঙ্গিসহ ছয় জনের লাশ গত ২২ সেপ্টেম্বর আঞ্জুমানের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। তার আগে দুই মাস ২২ দিন লাশগুলো রাখা ছিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে।

মন্ত্রী বলেন, ‘মৃতদেহগুলো দাফনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বারবার তাগাদা দিচ্ছিল। আমরা অপেক্ষা করেছি, কোনো স্বজন আসেননি। মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, এক জঙ্গির বাবা ঘৃণা-ক্ষোভ-দুঃখ নিয়ে বলছিলেন, ছেলের লাশ তিনি গ্রহণ করবেন না।’

Leave A Reply

Your email address will not be published.