বাগাতিপাড়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

১০৪

আরিফুল ইসলাম তপু: নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের বাগাতিপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে, সভাপতিত্ব করেন ইউ.এন.ও নীলুফা সরকার । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, এসিল্যান্ড নিসাত আনজুম অনন্যা নবাগত এসিল্যান্ড সুরাইয়া মমতাজ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা প্রসক্লাব’র সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বেগম ফজিলাতুন্নেসা মুজিব একাধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়াসী নারী, জাতির পিতার সকল লড়াই- সংগ্রাম- আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী। স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে তাঁর অবদান অনস্বীকার্য।

পরে,৭ জন দুস্থ মহিলার মাঝে ৭টি সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার।

Comments are closed.