বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

0 ৪২৫
শেখ সাইফুল ইসলাম কবির.স্টাফ রিপোর্টার: বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই জন মেয়র প্রার্থীসহ ৩৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।রবিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী রয়েছেন। তবে সাধারণ সদস্যদের মধ্যে ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছেন।
রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক খান হাবিবুর রহমান বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এসময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, কোষাধ্যক্ষ আব্দুল বাকি তালুকদার উপস্থিত ছিলেন।
পরে বিকেলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবেক জেলা বিএনপি নেতা সাইদ নিয়াজ হোসেন শৈবাল রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমাদেন। এসময় জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা কামরুল ইসলাম গোড়া, অহিদুজ্জামান পল্টু উপস্থিত ছিলেন।
কাউন্সিলর পদে একক প্রার্থীরা হলেন, ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবুল হাসেম শিপন, ৬ নং ওয়ার্ডে আব্দুল বাকি তালুকদার, ৭ নং ওয়ার্ডে শাহ নেওয়াজ মোল্লা দোলন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ বলেন, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে দুই জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৬ জন, ৯টি সাধারণ ওয়ার্ডে ।

Leave A Reply

Your email address will not be published.