‘বিএনপির নেতাদের আইন-আদালতের প্রতি আস্থা নেই’

২৫৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আইন-আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপিনেতারা ‘খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার’ বলে বক্তব্য দিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপির নেতাদের এমন বক্তব্যে প্রমাণ হয়েছে—তারা দেশের আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।’

রাজধানীতে আজ বৃহস্পতিবার সকালে নিজের বাসভবনে বিএনপির নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির মহাসচিবের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার যদি অবৈধই হয়, তাহলে এ অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন। আর এ সরকার অবৈধই বা কী করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।’

ঢাকা মহানগরের বেশকিছু পরিবহণের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, তা বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিবহণ মালিক শ্রমিকদের আবারও অনুরোধ করেন, ‘শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন। কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?’

Comments are closed.