বিজিবি কর্তৃক চারঘাট সীমান্ত এলাকা হতে বহনকারী মোটর সাইকেলসহ ফেন্সিডিল আটক

৪৪

প্রেস বিজ্ঞপ্তি: ২১ নভেম্বর ২০২৫ তারিখ রাত্রি আনুমানিক ২২৪০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন গোবিন্দপুর পাঁকা রাস্তার মোড় নামক স্থানে তাদের অবস্থান আড়াল করে রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে অবস্থান নেয়। এ সময় বিজিবি টহল দল কর্তৃক সামনের দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে তল্লাশীর উদ্দেশ্যে থামালে মোটর সাইকেল আরোহী লাফ দিয়ে রাস্তার পাশে ঝোপের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক মোটর সাইকেল তল্লাশী করে একটি ব্যাগের ভিতর থাকা *০৬ বোতল ফেনসিডিলসহ মোটর সাইকেলটি (Wuyang 125cc) আটক করতে সক্ষম হয়*। আটককৃত মাদকদ্রব্য এবং মোটর সাইকেল চারঘাট থানায় জমা দেয়া হয়েছে।