বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান সহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

২৫৭

প্রেস বিজ্ঞপ্তি : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর রেলষ্টেশন সংলগ্ন নুনগোলা কেডিসি নামাজপাড়াস্থ এলাকায়  মঙ্গলবার (০৫ এপ্রিল ২০২২)  রাত্রী ০৩.৩০ ঘটিকায় অপারেশন পরিচালনা করে (১) বিদেশী পিস্তল-০১ টি, (২) ওয়ান শুটারগান-০২ টি, (৩) ম্যাগজিন-০২ টি, (৩) গুলি-০৪ রাউন্ড উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ সেলিম (৫০), পিতা-মোঃ জুয়েল, মাতা-মৃত শামিমা খাতুন, সাং-নুনগোলা, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ‘কে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর রেলষ্টেশন সংলগ্ন নুনগোলা কেডিসি নামাজপাড়াস্থ পূর্ণভবা নদীর দক্ষিণ পাড়ে বিএডিসি সার গোডাউনের প্রাচীর ঘেষা জনৈক মোঃ আব্দুস সাত্তার (৫৫) এর টিনের দোচালা পূর্ব দূয়ারী বসতঘরের ভিতরে ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজত ও দখলে রাখিয়া বিক্রয় করিতেছে।

বিষয়টি জানা মাত্রই ইং ০৫/০৩/২০২২ খ্রিঃ তারিখ ০৩.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর রেলষ্টেশন সংলগ্ন নুনগোলা কেডিসি নামাজপাড়াস্থ পূর্ণভবা নদীর দক্ষিণ পাড়ে বিএডিসি সার গোডাউনের প্রাচীর ঘেষা জনৈক মোঃ আব্দুস সাত্তার (৫৫) এর টিনের দোচালা পূর্ব দূয়ারী বসতঘরের পূর্ব দিকের শয়ন কক্ষের চতুর দিকে ঘেরাও করিয়া মূল গেট দিয়া ভিতর প্রবেশ করা মাত্রই বাড়ির ভিতর হইতে র‌্যাবের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল উক্ত পূর্ব দূয়ারী বসত ঘরের ভিতরেই ০১ জন ব্যক্তিকে আটক করে।

উক্ত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় ধারা- The Arms Act, 1878 এর 19A/19f ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Comments are closed.